News

Regarding the main education teacher of the Ideal High School, contributing to the education sector

Date : 16 Apr, 2018

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্মাননা স্মারকে ভূষিত হওয়ায় হবিগঞ্জ সদর উপজেলার আইডিয়াল হাইস্কুল ভাদৈ এর প্রধান শিক্ষিকা  আঞ্জুমান আরা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রবিবার তাকে বিদ্যালয়ের সভাকক্ষে তারা এ শুভেচ্ছা জানান। এ সময় তারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার এ অর্জনে আনন্দ উল্লাস করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। প্রসঙ্গত, আইডিয়াল হাইস্কুল ভাদৈ এর প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এর স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে ঢাকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ। গত শনিবার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিআইটি’র অবসরপ্রাপ্ত মহা ব্যবস্থাপক রেজাউল করিম এর হাত থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।